আপনার অ্যান্ড্রয়েডকে ফাস্ট করার টিপস!!!


আপনার অ্যান্ড্রয়েডকে ফাস্ট করবে যে ৩টি অ্যাপবর্তমানের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হল অ্যান্ড্রয়েড। তবে প্রায়ই অতিরিক্ত জাঙ্ক ফাইলের কারণে ডিভাইস হ্যাং হবার সমস্যায় পড়তে হয় এর ব্যবহারকারীদের। তাই আজ আপনার ডিভাইসকে ফাস্ট করার ৩টি অ্যাপ নিয়ে আমাদের আয়োজন।CC Cleanerবর্তমানের সবচেয়ে জনপ্রিয় ক্লিনিং অ্যাপ এটি। বেশ কয়েকটি ফিচার নিয়ে এই অ্যাপটি আপনার ডিভাইসকে ১০০% সুরক্ষার নিশ্চয়তা দেবে। এই অ্যাপটির কুলিং ফিচার আপনার যে অ্যাপ গুলো আপনার স্মার্টফোন অতিরিক্ত গরম করে, সেগুলো অটোমেটিকালি বন্ধ করে দিবে। এছাড়াও এর জাঙ্ক ক্লিনারের মাধ্যমে আপনি মোবাইলের অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করতে পারবেন। Clean Masterবর্তমানের আরেকটি জনপ্রিয় অ্যাপ “Clean Master”। প্রায় সবার মোবাইলেই এখন Clean Master এর দেখা মিলবে। অসাধারণ কিছু ফিচার নিয়ে গুগল প্লেতে সবার উপরে জায়গা করে নিয়েছে Clean Master। এই অ্যাপটির সবচেয়ে অসাধারণ ফিচার হল এর মেমরি বুস্টার আপনার মোবাইলে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে ক্লিন করে র‍্যাম ফ্রি করে দেবে। Startup Managerএমন অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আছে যেগুলো ফোন স্টার্টআপে চালু হয়। ফলে দেখা যায় আপনার স্মার্টফোনের র‍্যাম অনেক বেশি ব্যবহার হয়ে যায়। আর আপনার ফোন হয়ে যায় আগের থেকে অনেক ধীর গতির। Startup Manager অ্যাপটি আপনাকে দিবে ইচ্ছামত স্টার্টআপ অ্যাপ বাছাই করা নেবার সুযোগ।
Previous Post Next Post